অবাঞ্ছিত আলস্য ত্যাগ করো
আমৃতের সন্ধান চাইলে পেতে,
কর্মী হও সদা কপটতা হীন
কর্মফলের সুফল পাবে হাতে।
ইন্দ্রিয় দ্বারা ইমারত গড়
ইচ্ছা শক্তি না করে শ্লথ,
উদ্যমে উন্মাদ হলে মন
উত্তরণের দেখাবে পথ।
ধৈর্য্যের ধটি খুলিওনা কভু
ধার্মিকতা পালালে সব শেষ,
অধর্মের আতর বায়বীয়
অসময়ে উবে ছড়ায় দ্বেষ।
সমালোচকদের সহ্য করো
শ্রী'র শৌর্য্যে সম্রাট হতে,
বিজ্ঞ বৈচিত্র্যে বিচরিত হলে
বিবর্তনের বার্তা আসবে তাতে।
আত্মপ্রত্যয়ের আতিথেয়তায়
আত্মবিশ্বাসের বিকাশ ঘটে,
শুভ প্রচেষ্টার সনাক্তকরনে
সফলতা সিঁড়ির শীর্ষে উঠে।
-------- রঞ্জন গিরি।