মোর নয়নে সদাই সূর্য্য হেরি
তুমি,শৌর্য্যও মোর মননে,
তুমি স্নিগ্ধ সকাল কৈশোর মোর
বসন্ত এনেছ মোর যৌবনে।
দ্বিপ্রহরেও দৈনতা হেরি নাই
রবি, তব উদ্যান অন্বেষণে,
উচ্ছ্বসিত হই তব উত্তমতায়
বৈভবতা আসে বিশ্লেষণে।
সৌদামিনী তুমি শৌখিনতার
আঁধার ভেদিয়া আসমানে,
ইতি নাই তব ইতিবৃত্তের কভু
শাশ্বত স্বাতী হেরে সর্বজনে।
অতীন্দ্রিয়তার আতিথিয়তায়
মোরা ঋষভে ঋণী অধ্যয়নে,
বিশ্ব বন্দিত বিশ্ব কবি তুমি
বিভাবরীর বিভা হও বিবর্তনে।
-------- রঞ্জন গিরি।