গুল মারা কথায় গুজব রটে
গোলাপী হয় ভয়ে সারা মুখ,
আতঙ্কে ভুগে আধমরা মানুষ
অসার হয় যত মনের সুখ।
ভবঘুরেদের করে ভবপার
ভাবলেশ আজ যত ভিখারী,
ছেলেধরা বলে ছাগলের দল
ছাড়া করে তাঁদের দেহ বাড়ি।
তারিয়ে তারিয়ে তামাসা দেখে
তাবড় তালিবানি শাসক গুলো,
অনৈতিক কাজে নৈতিকতা খোঁজে
আর নৈতিকতায় পাগল ম'লো।
বিকৃত রুচি বিভাজনে সায়
বৈরাগ্য দেখায় প্রতিহিংসায়,
স্বাচ্ছন্দহীন এই সমাজ আজ
শ্রী-এর সুন্দরের স্বাতন্ত্র হারায়।
রাজনীতির ভূত রাজ করে মাথায়
রাঙ্গা হয় যখন সূর্য্য পূবেই,
রাজধর্ম রাঢ় হয় হোক তা ক্ষতি কি
রং বাজীর রাজত্ব হচ্ছে হবেই।
-------- রঞ্জন গিরি।