মৃত্যুঞ্জয়ী হতে না পারবে মানুষ
ঈশ্বরের ঐতিহ্য অস্বীকার হেতু,
লোভ হিংসা দ্বেষ অহংকার লয়ে
ভাঙবে তার বিশ্বস্ততার সেতু।
ঐশ্বরিক দান অস্বীকার করে
বিজ্ঞান ও বিজ্ঞানীর হবে লয়,
অতি দৌরাত্ম্য আর দম্ভ গুনে
শৌর্য্য বীর্য্যের হবে ক্ষয়।
বৈভবতায় ব্রহ্মজ্ঞানহীন হবে
অনাদি ভুগবে অস্পৃশ্যতায়,
অতীন্দ্রিয়তার অতি গৌরব
উন্মাদে উদভ্রান্ত হবে উত্তমতায়।
বিভিষিকার বিশ্ব বিলুপ্ত হবে
নিরহের নির্যাস নিকৃষ্ট খাবে,
অমরত্বের অহংকার অতলে যাবে
পৃথিবীর পূর্নতা পৃথিবী পাবে।
-------- রঞ্জন গিরি।