ত্রাস যদি করে গ্রাস
তাপে অঙ্গ তালুক ছাড়ে,
তবু তোষণ করে ভূষণ না চাই
তামাম তাবড়-এর চরণ ধরে।
প্রাণপাত দেখি প্রতিদিন
প্রদীপ নিভায় প্রাণনাথ,
পিশাচ করে পিণ্ডদান
পূর্ব পুরুষ বাড়ায় হাত।
দো'চাল কথায় দুপুর গড়ায়
দোষ চাপায় দাসের ঘাড়ে,
দাসের দম নিতে দরিয়া চোখ
দলমা ঘরে নিঃশ্বাস ছাড়ে।
বিশ্ব নাচে বিষ বাক্যে
বিভেদ দেখি বিস্ময়ে,
বিবেক শুন্য বিরত্বে আজ
বীরের লাগে কলঙ্ক গায়ে।
-------- রঞ্জন গিরি।