ধর্মের জন্য ধর্মে বলী,
জাতের জন্য জাতে কালি;
তাতে কভু না দিও তালি,
সকল সুখ যাবে চলি।
মানুষ হয়ে মানুষে খুন,
বিবেকের নেই বিবেক গুন;
বিষ বাণে না টানো তূন,
নষ্ট হবে ভবি ভ্রুন।
স্বার্থের জন্য স্বার্থপর,
ত্যাগী হতে ত্যাজি ঘর;
নিজের জন্য নিজেই পর,
নিঃসঙ্গতা করবে ভর।
হীনের উপর হিংসা করি,
ধনী দেখেই সংসা ধরি:
যদি সাজো অত্যাচারী,
ভুদেব হৃদয় লবে হরি।
মানব হয়ে মানবে দেখো,
হৃদয় আছে হৃদয় রেখো;
ন্যায়ের জন্য ন্যায় শেখো,
হও সদা সবে জনমুখো।
---------- রঞ্জন গিরি।