সব নেতা যদি ভালো চায়,
তবে পদ নিয়ে কেন হানাহানি?
চাতুর্য্যতায় চাঁদি আসল,
চৌর্যবৃত্তি যাতে না হয় জানাজানি?
নেতার নীতি যদি হয় নিরামিষ,
তবে নিন্দা কেন সবজি ভাতে?
পরের ইলিশে ঈর্ষা কেন,
ইন্দ্রিয় পড়ে সদা গুড়ের মাতে?
নেতা যদি চায় ন্যায় বিচার,
রক্ত নিয়ে কেন রাজনীতি?
নিরীহ কেন নিভে যাবে সদা,
দুর্বৃত্তের কেন ছড়াবে দ্যুতি?
চাকরির নামে কোন চতুরতা নয়,
তবে গোত্রে গাধা কেন গুনবান?
উন্নয়নে যদি বইবে উজান,
তবে মেধা কেন দেবে প্রাণ?
ভালোবাসার ভাবে যদি গদগদ,
তবে ভোটে কেন ভরসা নাই?
ব্যোম আর বন্দুক বন্ধু কেন?
উৎফুল্ল উদ্ভট চিন্তাতেই।
-------- রঞ্জন গিরি।