নিষ্ঠার নির্মাণ হোক নিত্যতায়
সহিষ্ণু হোক সদা স্বকীয়তায়,
দেহের দ্যুতি আসুক শক্তিসঞ্চয়ে
তনুকালয় ভরুক তেজস্বীয়তায়।
উত্তমতায় আসুক মনে উৎসাহ
চেতনায় চৈতন্য আসুক চিত্তে,
বিবেক দ্বারা বুদ্ধির বিকাশ ঘটুক
স্বাতন্ত্রতা ফিরুক সরল সত্যে।
হৃদ্যতার কারুণ্যতায় থাকুক হৃদয়
কর্তব্যরত মানুষ থাকুক কর্মে,
আত্মপ্রত্যয়ের আতিথেয়তা থাকুক
ইন্দ্রিয়ের ইজ্জত থাকুক সংযমে।
স্বভাব হোক সৎ, নিষ্ট ও নিঃঅহংকার
শিক্ষা হোক সভ্য দর্পে দৌরাত্ম্যহীন,
আত্মীয়তায় আচার্য্য থাকুক সসম্মানে
প্রণম্য থাকুক পূজনীয় উৎকন্ঠা বিহীন।
---------- রঞ্জন গিরি।