আমিত্বের অহংকার
ধনের ধনী জানায়,
সংস্কারের সভ্যতায়
চরিত্র কেমন চেনায়।
বাকযোদ্ধার বাক্যে
চেতনার পাই চর্যা,
ভালো ভাষা,ভঙ্গিমা
মনুষ্যত্বের মজ্জা।
স্বভাবের সৌন্দর্য্যতা
স্পর্শৈ পাই খুঁজে,
অনুভবের অতীন্দ্রিয়তা
ভবির ভৈরব সাজে।
চোখের চাউনির চতুর্যতা
উত্তমতার উত্তর দেয়,
ভাষণের ভাব ভাবনা
উন্মেষের উত্তর পায়।
নির্মাণের নির্বাচন
রুচির রচনা করে,
কর্মের কর্তব্য বোধ
মানবিক মানব গড়ে।
------- রঞ্জন গিরি।