নয়ন মেলে
দেখনারে ভাই,
নদিয়ার নিমাই
নদে কেন নেই!
জগাই মাধাই
জগৎ কাঁপায়,
হরিকে হারামী
গরমে ভাঁপায়।
দীনবন্ধু আজ
দীনের নয়,
সে যে অর্থ পেলে
অপদার্থের হয়।
জগাই বাজায়
জয়ের ঢাক,
মাধাই বাজায়
মাদল শাঁক।
নাম সংকৃর্তনে
নয় বাড়াবাড়ি,
জগাই মাধাই
জগৎ নেবে কাড়ি।
মার খাবে নিমাই
মাঠে শুয়ে শুয়ে,
নদীয়া লুকাবে
অধর্মের ভয়ে।
মাধব নেই তখন
মনুষ্যত্বের পাশে,
মাধাই রাজ চলে
মাকালের ত্রাসে।
------- রঞ্জন গিরি।