চব্যচস্য চর্বন দেখে
ব্যাধি ডাকে ইশারায়,
হাল্কা আহার অসুখহীন
প্রোটিন বসে পাহারায়।

অল্প ভোজন অমরত্ব দেখে
তেল,মশালাহীনে,
অধিক সেবন মশলাযুক্ত
মৃত্যু হৃদয় হানে।

লকডাউনে লম্বা ঘুমাও
খেও ডাল আর ভাত,
হাসপাতাল আর ডাক্তারখানা
সব হবে চিৎপাত।

বিরিয়ানি খেয়ে বাইরে গেলে
কবিড দেবে ছবল,
দরজা বন্ধে দরিদ্র খাওয়া
দেহ থাকবে সবল।
               --------- রঞ্জন গিরি।