কৃতজ্ঞতা রেখো উপকারের
সেটা ভুলে যেওনা কভু,
তোমার কৃতকর্ম এমন হবে
ভাব যেন না হবে প্রভু।
প্রেমিককে প্রীতিতে বাঁধো
প্রেমে,ঘৃণা কভু তাঁরে নয়,
দীনের প্রেম দেবতার দান
অবহেলায় না করো লয়।
তুমি আঘাত না দিও কভু
তোমার বিশ্বাসীর বিশ্বাসে,
প্রতারিত করিওনা তাঁরে
ধ্বংস হবে তাঁর নিঃশ্বাসে।
তুমি দান দিয়ে দৌলত ধন
আত্ম অহংকারী না হও মনে,
পূণ্য করতে গিয়ে জমবে পাপ
ঋণ শোধিবে না আপনজনে।
ক্ষমায় ক্ষয় নাই ক্ষমতার
বরং মিথ্যায় তা বাড়ে,
নম্রতায় নির্মল হয় হৃদয়
স্বস্তির নিঃশ্বাস ছেড়ে।
--------- রঞ্জন গিরি।