বাইরে করোনা ভিতরে অনাহার,
দুদিকেই মৃত্যু মিছিল,
হে ঈশ্বর!কোথা যাই বলো,
সৃষ্টি সমাপ্তি হয় তিল তিল।
বিজ্ঞানের বিজ্ঞতা আজ
ভূমিতে লুটিয়ে পড়ে,
তোমা বিনে তাঁর অহংকারের অন্ধত্ব
অন্ধকার হাতড়ে মরে।
যম বসে শিয়রে আজ
ডোম লুকায় ঘরে,
প্রভু ! আপন হয় পর
করোনার দরবারে।
রোগ যন্ত্রনায় চিৎকার রুগীর
চিকিৎসালয় বন্ধ,
দায়পড়ে দরদী ডাক্তার
লোকে যাতে না বলে মন্দ।
করোনা করুক করুণা
জাতি, ধর্ম মিশে এক হয়ে যাক,
যে যেমন ভাবে তোমায় ডাকুক,
সুস্থ্য সুন্দর সবাই থাক।
--------- রঞ্জন গিরি।