ঝলসে মরে মানুষ
-------- রঞ্জন গিরি।
পিলে চমকায় পিঁয়াজ জ্বরে
বন-বন করে মাথা,
ভয়ে হাতের থলি হাতে থাকে
বুকটা করে ব্যথা।
মাংস মাছের মীরাক্কেলের
পিঁয়াজ যে তার ঘটক
হোঁচট খেয়ে হুমড়ে পড়ে
প্রীতির পৃষ্ঠপোষক।
নিরামিষেও নিস্তার নেই
সবজিও স্বর্গে উঠে,
দমের আলুও দামি অনেক
দামামা বাজায় হাটে।
পটল পালং পাবজি খেলে
হাতে ধরায় আগুন,
হার্টের উপর হাট বসিয়ে
বাবাল করে বেগুন।
উন্মাদ হয়েছে উচ্ছে করলা
চিন্তা ধরিয়ে মনে,
মধুমেহ মনে খুশিতে মাতাল
অসার আচরণে।
ফুলকপি দেখে ফুলছে পেট
বদহজম বধ করে,
টমেটো আর টাটকা লঙ্কা
মরছে অহংকারে।
পাবতা আর পোনা গুলো
পকেট করে খালি,
ভুসিমাল নিয়ে ভাবতে গেলে
জীবন জলাঞ্জলি।
চাষা চাষে মন না দিয়ে আজ
বাজারে ধরায় আগুন,
চাষার ছেলে চিকনতা চেয়ে
বিক্রি করে সগুণ।
উৎপাদনহীনে উৎসব করে
বিপন্নতায় বেহুঁশ,
বাজ পড়ে তাই বাজার দরে
ঝলসে মরে মানুষ।
---------- রঞ্জন গিরি।