আজ জীবন বড়ো অসহায়,
বিজ্ঞানের হাত ধরতে গিয়ে
বিশ্ব পিতা ছেড়েছেন হাত,
একতার ঐতিহ্য ছড়তে গিয়ে
একাকিত্বে কাটাই দিনরাত।
হৃদ্যতাহীন হীনমন্যতায়
অস্পৃশ্য অশুচি একে অপরের,
অদৃশ্য দুর্বৃত্তদের দৌরাত্ম্যে
দুর্বিষহ হয়ে ঘর বাহির।
দুরবীনের দানের দ্বারা
নিরীক্ষিত হয় দুর্লভ প্রেম...
দুর্বৃত্তের দূত করে হিংসা জাহির।
যখন ছুটেছিল বাতাসে বিষের গন্ধ
শ্বাসভরে নিয়েছি তার আগ্রান,
আজ পৃথ্বীতে প্রীতির মুক্তবায়ু
তবু মনুষ্য জাতির ওষ্ঠাগত প্রাণ।
-------- রঞ্জন গিরি।