দৌলতবান বলে দাম বেশি তোর
ফকিরের কি তা নেই?
তোরা বৃথা মনির বিচার করিস
সব মান মিশে মাটিতেই।
তুই ভাত খাস সোনার থালায়
সোনার চামচ মুখে,
মরনের পর পুড়াবে কি তোকে
সোনায় মুড়িয়ে রেখে?
সেই ফকিরের বেশে পালাবি
ছেড়ে সোনার সংসার,
তোর দৌলত দৌড়ে পালিয়ে গিয়ে
হবে সেতো অন্য কার।
আগুন লাগবে তোর গরবের গুনে
জানবি সব মৃত্যু শ্বাশতই...
সব মান মিশে যাবে মাটিতেই।
গরিব, ধনীর ছাই দুটো কে
মিশিয়ে দেখ ভালো করে,
কোনটা গরিব কোনটা ধনীর
যদি কেউ আলাদা করতে পারে।
তখন কুঁড়ে ঘর আর অট্টালিকার
তফাৎ খুঁজে পাবি কি শ্মশানে?
তোর প্রমোদ বাড়ির আমোদ খানা
ভেঙে পড়বে কি অপমানে?
তোরা বৈষম্য ফেলে বন্ধুত্ব কর
নিজের গুন নিজ বিচারেই,
সব মান মিশে যাবে মাটিতেই।
--------- রঞ্জন গিরি।