দান-ও দক্ষিণা দক্ষিণ হস্তে
দ্বারে প্রবেশিবে দখিনা বায়,
দাতা দর্শন পাবে দশম প্ৰেম
দাগ! দরিয়ায় ডুবিয়া যায়।
দাতব্য দিয়া সদা দীন হীনে
দাম চাও যদি দীন জনে,
দালান দ্বারে দাপায় পাপ
দানহীনে দমন নিজ ধনে।
--------- রঞ্জন গিরি।