আজি দখিনা সমীরণ
বহিছে গগনে,
বিগলিত হৃদয় মোর
তাঁরই আহ্বানে।
আজি........... বহিছে গগনে।
তৃষিত তনুবর সদাই
তাঁর পরশ মাগে,
তাপিত অঙ্গে যে মোর
স্বস্তির সুরভী জাগে।
তন্ময় আজি তনুমন
তাঁর আগমনে।
আজি............ বহিছে গগনে।
ইন্দ্রিয় আর অতীন্দ্রিয়
তাঁরই অনুভবে,
আবেশিত মন এলিয়ে
তন্দ্রায় যায় ডুবে,
অবুঝ মন সবুজে মজিয়া
চলে যে বিচরনে।
আজি..............বহিছে গগনে।
------- রঞ্জন গিরি।