বিশ্বাস বৈষম্যতার নয়
বৈরিতায় বিশ্বাসের লয়,
বিভাজনতা বৈরিতা এনে
বিশ্বাস তখন বিদঘুটে হয়।
সফলতা স্বার্থপরতায় নয়
সন্দেহে সৌজন্যতার ক্ষয়,
সৌজন্যতাহীনে সৌহার্দ্যতা কমে
সফলতার সৌন্দর্যতা লয়।
অমৃত্স্যঃ অনাদরে নয়
আলস্যতায় অনাদি ক্ষয়,
অকৃতজ্ঞের আত্মীয়তায়
আহত হয় আত্মা অতিশয়।
প্রতাপে হয়না প্রকৃতি জয়
প্রতুলতা প্রীতিহীনে নয়,
পৈত্রিকতায় প্রভাত না আসে
পরিশ্রমের প্রসাদ প্রাসাদ হয়।
--------- রঞ্জন গিরি।