বীরত্ব দেখাও বীরের কাছে
দূর্বলে কেন দলো?
দৌরাত্বের দৌড় দুর্বলের কাছে,
দুর্গমে কেন ভুলো?
সৎ হতে সাহস করো জোগাড়
ভীতুরা হয় ভীত হীন,
মিথ্যা আঁকড়ে মর্মার্থ চেয়ে
অসৎ-রাই বড়ো দীন।
গরিবের অন্ন না কেড়ো বন্ধু
অভিশপ্ত হবে জীবন,
শান্তির ছায়ায় ক্লান্তি নামবে
অশান্তির বইবে প্লাবন।
তেল দিয়ে তামাক খেওনা বন্ধু
সোজা কথা সোজাই বলো,
প্রত্যাবর্তন প্রতিক্রিয়ায়
নিজেই নির্জনে পুড়ে হবে কালো।
------ রঞ্জন গিরি।