বেআবরু সমাজ ব্যবস্থা
বিভীষিকার বিষে নীল,
আগামীর অপ্রতুল চিন্তায়
ধূর্ত সমাজপতিরা মারে খিল।
যুব সমাজ যৌবন হারায়
জুয়া, সাটটা, যৌনাঙ্গ জপে,
অকালে অবনীর অরুচি হয়
ধূর্ত ধুরন্ধরের ধর্মের ঢপে।
সাদা কাগজের সহিষ্ণুতা গুলো
শেষ হতে হয় সূরার বোতলে,
আমদানি হয় যত আহামূকের
কারিশমা ছোটায় হিংসা কোন্দলে।
স্বার্থন্বেষীর সুস্থ্যের জন্য আজ
সরলতা গুলো হয় বলী,
নিকৃষ্টের নির্যাসে নির্মলতা শেষ
ত্যাজ্য তিমির দেয় তালি।
--------- রঞ্জন গিরি।