মানুষ খেকো মানুষ গুলো
সাধুর স্বাতন্ত্র্যতা করে হরণ,
বিদ্বজন রূপী বিষবৃক্ষ গুলো
সাদরে তাদের করে বরণ।
মানুষ রূপী জানোয়ার গুলোর
বর্বরতা বাতাসে মিশে,
বুদ্ধিজীবীরা বুদ্ধিমত্তার সাথে
দেহের ওজন বাড়ায় তার প্রশ্বাসে।
রঙিন চোখে রাজনীতি খোঁজে
মনুষ্যত্বহীন সব মানুষ গুলো,
বিবর্তনের বিশ্বে বিদ্বান বলে
লোকসান ফেলে লাভ খেলো।
ভাইরাস ভয়ের অজুহাতে
পালঙ্কে থাকে বিদ্যা শুয়ে,
অমর্ত্যে থাকে অমরত্ব খুঁজে
স্বার্থের খোলস সারা গায়ে।
-------- রঞ্জন গিরি।