বাঁচতে চাইলে বিভেদ রেখে
আত্মীয়ে বানাও অস্পৃশ্য,
সহদর, সুহৃদয় থাক দূরে থাক
তাঁদের করোনা কভু স্পর্শ।
যদি পদ্মের পাঁপড়ি না হতে চাও
নোভেল করোনার উৎপাতে,
মীরজাফর হও মিত্রের নিকট
সদা থেকোতার সংঘাতে।
অতি অনুভূতির আলিঙ্গন নয়
নমস্কার দিয়ে তার শেষ,
স্নেহের চুম্বন সুখহীন এখন
ছায়ায় ছড়ায় তার দ্বেষ।
--------- রঞ্জন গিরি।