ধর্ম মানে নয়তো কভু
হিন্দু ,খ্রিষ্টান,মুসলমান,
ধর্ম হয় মানুষের বিবেকে
মনুষ্যত্বের অধিষ্ঠান।
ধর্ম না হয় দুর্গা,কালি,
আল্লা,বৌদ্ধ, জৈন,যিশু,
ধর্ম হয় তাঁদের আচারের
সৎ কর্মের জ্ঞানের বসু।
সৎ কর্মের শ্রদ্ধাশীলেরা
সিদ্ধ হতেই ছাগ নাশে,
ঈশ্বর, আল্লা, তিঁনি যিশু
তাঁর সুপথেই ধর্ম আসে।
সৌহার্দ্য,প্রীতি,শৌর্য্য সৌন্দর্য্যের
গুণগুলি হয় ধর্মের মানে,
হিংসা,বিদ্বেষ, ঘৃণা,অশুচি
আর্য্যের ধর্ম নাই সেই স্থানে।
---------- রঞ্জন গিরি।