তোরা অণুবীক্ষনে অনু খুঁজিস
ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস,
বিজ্ঞানের বিজ্ঞতা যা সংস্কার বলিস
সেটাই যে এখন বিশ্ব ত্রাস।
একজন অনুর চেয়েও সুক্ষ অনু
তোদের বিক্ষনে তাঁর জায়গা নাই,
সেই ঈশ্বর, আল্লা, গড খুঁজতে
দেহে ভক্তি নামক যন্ত্র চাই।
শ্রদ্ধাকে তোরা কুসংস্কার বলিস
থাকুক না হয় সেটা তোদের কাছে,
অজ্ঞের কাছে না হয় ব্রহ্ম থাকুক
বিজ্ঞ তোরা থাক বিজ্ঞান বেচে।
তোরা অদৃশ্য দানব দেখতে পাস
তোদের অবিশ্বাসের অন্ধ কূপে,
মোরা বিশ্বাস দিয়ে বিশ্ব দেখি
একাকীত্ব ধ্যানের ধুনায় ধূপে।
যত সতর্কতাও তাঁরই দান
দূত হয়ে সেটা মানবে বলে,
দুঃখ-সুখও তাঁরই দেওয়া
মরন-বচনও তাঁরই ছলে।
ভরসা করো সদা তাঁরই উপর
দূত হয়ে তিঁনি আসবেন চলে,
হিংসা বিবাদ এড়িয়ে চলো
আশীষ বরসাবে তিঁনি ঐক্য তলে।
--------- রঞ্জন গিরি।