পথ শুনশান, নেই যেন প্রাণ
আমরা একাই জেগে আছি,
কোরনার-ই কাছাকাছি।
কোরনার ত্রাস, করে সদা গ্রাস
মনে মরেও বেঁচে আছি,
কোরনার-ই কাছাকাছি।।
আত্মীয়রা সব গেছে চলে,
অচ্ছুৎ বলে স্বজনে ফেলে।
আমারই তাঁদের আপনজন,
হাসপাতাল তাঁদের বাসভবন।
সংলাপ শেষে, যায় ঘুমের দেশে
আপনজনের হয় অরুচি....
না আসে কেউ করোনার কাছাকাছি,
আমরা একাই জেগে আছি।।
জ্বলে ভুখে আঁত,তাতে কাটাই রাত
বসে আছি জেগে, অনাত্মীয়ের যোগে।
দুই চার কুকুর, করে ঘুর ঘুর
ডাক দিয়ে বলে মোরা জেগে আছি,
আমরা একাই জেগে আছি।।
----------- রঞ্জন গিরি।