ওগো শ্রীমতী শ্রী তুমি মোর
সন্ধ্যা তারা হও সাঁঝ বেলা,
অহংকার তুমি জীবনে মোর
তোমার উষ্ণতায় পথ চলা।
মৃত্যুঞ্জয়ী মসী তুমি যে মোর
লেখনীতে কবিতার দাও প্রাণ,
মোর ভাবনার ভাব যে তুমি
সব কিছু পাওয়া তোমার দান।
তোমার আবেশ মাখানো পরশ
মোর হৃদয় নিয়ে করে খেলা।
অহংকার তুমি..................
অন্তরাত্মা তুমি যে হও মোর
তোমারই সুখে আমি সুখী,
তোমার আপমানে অপমানিত হয়ে
আমার জলে ভরে আঁখি।
তোমার পুণ্যে পুণ্যবান আমি
তোমার প্রেমে হয়েছি আলা।
অহংকার তুমি....................
--------- রঞ্জন গিরি।