তখনও ঈশান কোণে মেঘেদের অমোঘ গর্জন;
জল পড়ছে এক দু ফোঁটা,আর-
থেকে থেকে কিছু জলীয় বাষ্প
উড়ে আসছে গঙ্গার ওপার হতে, যেখানে মেঘেদের ঠিকানা।
নদীর পাড়ে অস্পষ্ট ছায়াপথ
এঁকে বেঁকে চলে গেছে ঘাট বেয়ে বহুদূরে।
ঘাটের ধুলো মাখা সোপান গুলো অস্থির, চঞ্চল...
সত্যি কি অস্থির? নাকি মনের ভুল?
কিছু পায়ের চিহ্ন এলোমেলো খুঁজি নিস্তব্ধ ঘাটের হাওয়ায়।
কিছু খুঁজেছি নিজের বুকেও-
নিঝুম হয়ে ঘনিয়ে আসা আঁধারে, শিশিরের প্রচ্ছন্ন শব্দে।
পাখিদের ঠোটেও ঘুম পাড়ানি গান।
আমার সারা শরীর জুড়ে সতত শান্তি ছড়ায়।
সত্যিই কি শান্তি? নাকি নিস্তব্ধতা?
আকাশ থমথমে আর গাছের পাতারাও ম্লান;
ম্লান কেন?
গাছেদেরও কি মন খারাপ হয়?
মুহূর্তরা একে একে ভিড় করে আসে দুচোখে।
জটলা পাকায় গভীরে? নাকি ষড়যন্ত্র?
নাকি এরকমই সবকিছু স্তব্ধ হয়ে যায়
রাত্রি নামার আগে?