ভয় :
তুমি রাতের আকাশে তারা গুনেছ, অথচ খেয়ালই করনি
অন্ধকারে জ্বলতে থাকা লাল দুটো চোখ কান খাড়া করে
আমাদের পায়ের প্রতিটা শব্দ শুনেছে;
গুনেছে আমাদের বুকের ধড়ফড়ানি-
সুযোগ নিয়েছে আমাদের দুর্বলতার।
ঝড়:
তুমি বাতাসের মিষ্টি ঘ্রাণ নিয়েছ বুক ভরে দীর্ঘশ্বাসের মতো
শোননি তার আড়ালে লুকিয়ে থাকা কান্নার চেনা শব্দগুলো
চিতার আগুনে জ্বলে ভষ্ম হয়ে যাওয়া
কত শত মানুষের গোপন কথার প্রতিধ্বনি-
শুনেছি বহুবার কান পেতে,যদিও আমাদের কিছু করার ছিলোনা।
আগ্নেয়গিরি:
তুমি যে পাহাড়ের কোলে মাথা রেখেছ সে বোঝেওনি
তার বুকে চেপে থাকা জমাট বেঁধে আগুনে ফল্গু নদী,
তোমায় এক নিমেষে যা শেষ করে দিতে পারে;
ঝলসে দিতে পারে তোমার সারা শরীর-
তোমার স্বপ্ন তখন পুড়ে ছাই।
ঢেউঃ
তুমি সাগরের বুকের জল মেপেছ, ঠিক যেমন মন বিষাদ মাপে;
দেখনি কালো শক্ত দুটো হাত, আর অসংখ্য নীল চোখ
তোমার আমার দিকে তেড়ে এসেছে, আর প্রতিবার
আমার পা দুটো আষ্ঠেপৃষ্ঠে টেনে নিয়েছে-
কোনো এক মৃত্যুশয্যার দিকে।