বৃষ্টি সেদিনও নেমেছিল,
ব্যস্ত শহর,একটা দুর্ঘটনা,তবু হাতটা তোমার ছাড়িনি.
একঝাঁক ঝিঁঝিঁপোকা,আকাশ কালো মেঘ সাক্ষী ছিল তার.
রাত বাড়ছিল,ভীড় করে আসা ভয় নেমে আসছিল তোমার হাতে.
বলেছিলাম-আগামী কাল অন্ধকার কাটবে,হাত কিন্তু ধরা থাকবে আমার হাতেই;
জবাবে একটিবার শুধু মুখ তুলে চেয়েছিলে
জানি না কি দেখেছিলাম সেই চোখে ভালবাসা?বিশ্বাস?নাকি অন্য কিছু?
বৃষ্টি সেদিনও নেমেছিল,
ব্যস্ত ট্রাফিক,ভেজা মানুষের ভীড়ে সেদিনও তোমায় খুঁজেছিলাম.
রাত্রিটা আরও কালো ছিল সেদিন
একঝাঁক বিষণ্ণতা একটা শূণ্য হাত সাক্ষী ছিল তার.
বৃষ্টি সেদিনও নেমেছিল,
তোমায় ভেজাতে নয়
তোমায় হারাতে চেয়ে.