তোমায় ভালোবাসি
তাই বহু দূরে থাকলেও ইচ্ছে করে ফিরে ফিরে আসি তোমার কোলে মাথা রেখে একটু ঘুমাই
তোমার ওই নরম ঘাসের রাস্তা দিয়ে একটু হাটি
দূর হলেও একটু হেঁটে হেঁটে তোমাকে অনুভব করতে মন চায়
তোমার থেকে এখন অনেক দূরে থাকি
কিন্তু তোমায় এখনো অনেক ভালোবাসি
পারবো না কখনো তোমায় ভুলতে কারণ  তুমি আমার সেই আশ্রয়
যেটা বাবা-মার পরে মেয়েরা প্রথম পায়
হয়তো তোমার সন্তানেরা আমার আপন করতে পারেনি কিন্তু আমি তো তোমায় আপন করেছিলাম
তাই তোমায় আজও ভালবাসি
শত বাধা বিপত্তি উপেক্ষা করেও তাই তোমার কাছে ছুটে ছুটে আসি
সেই পুরনো স্মৃতি রোমন্থন,সেই পুরনো ভালোলাগা
আস্বাদন করার জন্য বারবার আসি
জীবনে যেন সব সময় তোমার কাছেই থাকতে পারি
কিছু অসাধু উদ্দেশ্য প্রণোদিত মানুষের জন্য কখনো যেন তোমার আবার ভালোবাসা বিচ্ছেদ না হয়....
বনানী রায় কর্মকার,
মধ্যমগ্রাম ,উত্তর ২৪ পরগনা