আজ ভালবাসারাও ব্যবসা বাড়ায় ।
কলিতে লাভ খুঁজতে ব্যস্ত সবাই,
প্রশ্রয় দেয় অন্যায়কে ভাই ।
নেই ভয় প্রানে যে নেই,
কলির ভালোবাসায়।
পিতা-মাতা সহোদর
থেকেও অপূর্ণ আজ,এ হৃদয়
অন্যায় কি ন্যায় বানাবো সবাই।
লাভের আশায় পাপের ফাঁসায়
আটকে পড়ে মোহের জালে ।
আপন ভর ভুলে গিয়ে,
সত্যি মিথ্যে শিকেয় তোলে।
অকাজ কুকাজ প্রশ্রয় পায়
সত্যকে সব দূরে ঠেলে দেয়।
ন্যায়ের পথে চলতে যে ভয়,
পাছে হারায় বিশ্বস্ত আশ্রয়।
বনানী রায় কর্মকার