সন্ধেবেলা বসে বসে হঠাৎ
মনটা খারাপ হয়ে গেল
আজকাল প্রায়ই এমন হয়
বেশ বিকেল বেলা থেকে মন খারাপ টা শুরু হয়
ভাত খাবার পর অল্প একটু ভাত ঘুম
তারপর হঠাৎ করে জেগে যাওয়া
আর তারপরে শুরু হয় মন খারাপের টালমাটাল পরিস্থিতি
জানি কিছু করার নেই
তবুও কি করে যে সেটা কাটিয়ে উঠবো
সেই চেষ্টায় করে যায় রাত্রি অবধি।
রাতে যখন শোয়ার সময়
তখনো চলতে থাকে সেই মন খারাপের ছোটাছুটি। সম্পূর্ণ শরীর মন জুড়ে সেই বিকেল থেকে
যতক্ষণ ঘুম না আসে যেন একটা অস্থির দম বন্ধ পরিস্থিতিতে বুকটা ভরে থাকে
কারণটা হয়তো সবারই জানতে ইচ্ছে করবে
কিন্তু না
নিজের মন খারাপের কারণ অন্য কিছু জানিয়ে লাভ কি?
অন্যে তো আনন্দ পায়
অন্যের কষ্টে অন্যের অসুবিধায় আনন্দ পাওয়া মানুষগুলোকে আর আনন্দ দিতে চাই না
নিজের মনের কষ্ট নিজেই লুকিয়ে রাখি
হয়তো তাতে কষ্টকর দম বন্ধ পরিস্থিতিটা আরো বেড়ে যায়
তবুও সেটাকে অন্যকে দেখিয়ে আর অন্যের আনন্দের খোরাক হতে চাই না।
আমি শুধু জিজ্ঞেস করি ভগবানের কাছে যার জন্য আমার এই অবস্থা সে কি বোঝে
না সে কি বোঝে না না বোঝার ভান করে সে আনন্দ পায় ?
আর দেখায় যে সে কিছু বুঝেও বোঝেনা
এভাবেই কি সবকিছু তার পার হয়ে যাবে?
এভাবেই কিসে জীবন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে ?এভাবেই কি সে সমস্ত পাপ পুণ্যের উর্ধে উঠে নিজের জীবনে শুধু লাভই প্রাপ্ত করবে?
সে কি বুঝতে পারে না এটা তার চরমতম ভুল!
নাকি সে ভাবে সে ভুল করেও সেটাকে ঠিক এর মোড়কে মুড়ে সবার সামনে পরিবেশন করবে ,আর সবাই সেটা খাবে।
জানি না কবে তোমার বোধোদয় হবে?
তবে যখন তোমার, সুবুদ্ধি আসবে সেই ভুল শোধরাবার সুযোগ পাবে তো?
কলমে - বনানী রায় কর্মকার
22/6/2024