বসন্ত আর প্রেম মিলে যেন মাখামাখি
ভিন্ন মাসে , যাই হোক না কেন
এ বসন্ত গুরুত্ব অপরিসীম অনবদ্য
এ যেন এক অন্যরকম ভালোলাগা বিরাজ করে
সারা শরীর মন জুড়ে
পলাশ ফুলের রঙে রঙিন হয়
খুশিতে মন নাচে আপনা , হতে
মনে ছুটে চলে অনেক দূরে
কোলাহল ঝামেলা , বিহীন কোন সুদূর পর্বতে
অথবা কোন গভীর সমুদ্র তটে
একলা ঘুরি বারে চায় মন
অথবা প্রিয়জনের সাথে
হাতে হাত চোখে চোখ
কত গল্প না বলা কথা
হোক আজ সব বোঝাপড়া
কিন্তু সে পলাশ প্রেমের লাল রঙে
রঙিন হয়ে পাক এক অন্য মাত্রা
রাঙিয়ে দিক, এ বসন্ত মোদের
পলাশে আবিরে মাখামাখি করে
ভরিয়ে দিক আগামী দিনের বাঁচার রসদে
বনানী রায় কর্মকার
কলকাতা