শিরোনামঃ আক্ষেপ
কলমে রানী
তোমায় অনেক আপন করেছিলাম
তোমায় অনেক নিজের করেছিলাম।
সত্যি ভেবেছিলাম আমার অনেক অপরাধ
তুমি যেমন ক্ষমা করে দাও,
মন থেকেওবুঝি ক্ষমা কর,
আজ বুঝেছি সবই মনে রাখো,
কিছুই ভোলোনি
সাময়িক ভুলে থাকার দেখনাই করেছো মাত্র।
যদি আজকের এই পরিস্থিতি উপস্থিত না হতো,
তাহলে বুঝতেই পারতাম না আমার জায়গাটা
কোথায়!শুধু আক্ষেপ কি জানো?
আমি তো যতই রাগ করি ,
যতই বদমেজাজি হই,
তবুও তোমাকেই ভালবাসতাম,
সেটা সত্যিকারের দেখানেপোনা নয়।
কিন্তু লাভের মোহ জালে আটকে তুমি,
আমার সে ভালোবাসা দেখতে পাওনি ।
সত্যি প্রকাশ হবে এটা মানি,
সত্যি যা কিছু তা প্রকাশ হবেই একদিন,
সর্বসমক্ষে । আশা করে রইলাম কবে  খুলবে,
তোমার চোখ!
    
21শে জুন, 2024
মধ্যমগ্রাম, উত্তর চব্বিশ পরগনা