মনে পড়ে প্রিয় সেই দিনটি?
তারিখ টি ছিল ২০০৮ এর ১৪ই ফেব্রুয়ারি
প্রতিদিনের মতো ক্লাসে আড্ডার ফাঁকে হঠাৎ বলে উঠেছিলে
তোর বাবা মানবে তো আমায় ?মাথাটা হঠাৎ ঘুরে, উঠেছিল
এরকম কোন প্রশ্ন যে আসতে পারে ভাবি নি কোনদিন
অনেকক্ষণ লেগেছিল ধাক্কা টা সামলাতে
একটু পর বলেছিলাম ইয়ার্কি করছিস?
আমার সব চমক ভেঙে দিয়ে তুমি বলেছিলে-
না রে সত্যি বলছি
বিশ্বাস কর সে মুহূর্ত আজও ভুলিনি
সে দিনের জন্যই তো তুমি আমার হয়েছিলে
তারপর কত কথা ,কত ঘটনা সেতো ইতিহাস
তবু সে বিশেষ দিনটি আজও মনে পড়ে
খুব গভীরভাবে
সেটা যে মনের মনিকোঠায় গাধা থাকবে প্রিয়
চিরদিন সযত্নে