কষ্টের প্রদীপ জেলে, নীল শিখায়
অশ্রুসিক্ত নয়ন তোমারই প্রতিক্ষায়।
তোমার দানের অশ্রু, দেব তোমায়
অঞ্জলী হয়ে ঝরুক, তব চরণ তলায়।
কষ্টের সাথে প্রেম মিশিয়ে
অশ্রু দিয়েই গাঁথব মালা
অশ্রু দিয়ে সাঁজাব আমি
আমার প্রিয়ের বরণডালা।
কষ্টের মহান দীপশিখা
তব সন্ধানের পথরেখা।
কষ্টখানি রাখব তুলে
নৈবধ্য সাঁজাব কষ্টের ফুলে
অশ্রু দিয়ে করব নিবেদন
অশ্রুপ্রিয় কেষ্ট-কে।
যার অশ্রু তাঁকেই দেব
অশ্রু দানের শ্রষ্টাকে।