দেখব তোমায়, মালা আর চন্দনে
অবাক নয়নে,
দৃস্টি হবে বিভোর, নন্দনে আর নন্দনে।
পুস্প হাসিতে অধর হাসবে
কালিমা নির্বাণে।
প্রেম আাঁখিতে জগত ভাসবে
প্রসারিত বাহু কাছে ডাকবে
মহা-মিলনে।
সুর্য্য হাসবে, চাঁদ বদনে
দেখব তোমায়, মালা আর চন্দনে।