নেই কোন শত্রু আমার
আমিও নই কারো
মানব জনম কত সুন্দর!
পাখির মত উড়ো।
আমার শত্রু! আমি নিজেই
দোষ নেই যে কারো.
কাম আমাকে দিচ্ছে তাড়া
খারাপ হতে আরো।
ক্রোধ আমাকে করছে আঘাত
বেজায় নিষ্ঠুর, বেজায় বজ্জাত
সম্পর্কগুলো করছে যে নড়বড়।
লোভ আমাকে নিচ্ছে কোথায়?
লোভ দেখাচ্ছে লাভের
লোভ যে হলো পাপের মাতা
জন্ম দিচ্ছে পাপের।
হিংসা আর প্রতিহিংসা
বসত মনের অগোচরে
ক্ষতি যা করার, করেই চলছে
প্রহরে প্রহবে।
কবে পাব মুক্তি!
কামকে দিব লাথি,
ক্রোধকে জানাব বিদায়
লোভ -হিংসাকে বলব
দূর হ, দূর হ।
নেই কোন শত্রু আমার
আমিও নই কারো
মানব জনম কত সুন্দর!
পাখির মত উড়ো।