দলিত মুছিতে, ব্রাহ্মণ শুদ্রে
বৈশ্য ক্ষত্রিয়ে
প্রশ্ন যদি আসে, স্পৃহে-অস্পৃহে
আমি অস্পৃহ ।

মুসলীম হিন্দুতে, বৌদ্ধ ক্রিষ্টানে
প্রশ্ন যদি আসে, দমনে-মরনে
আমি মরণে,
কেবলই মানুষ
ধর্মের সাথে নেই কোন আপোষ ।

সাদাতে-কালোতে
প্রশ্ন যদি আসে, জাতে-বিজাতে
আমি বিজাত ।
মানুষই হোক পৃথিবীর একমাত্র জাত।