সন্তান হবে ডাক্তার
না হয় ইঞ্জিনিয়ার ।
মাথার ঘাম ঝরছে পায়ে
দিতে তার’ই জোগার।
ভাল স্কুল, ভাল টিচার
ভাল পোষাক, ভাল খাবার
ভাল থাকা, ভালরই বাহার।
নিজের ভাল ভুলে গেছি
তার ভালতেই বেশ আছি।
গভীর স্বপ্নে বিভোর
স্বপ্ন হবে সত্যি
সময় আসবে মধুর।
ঘুম ভাঙ্গল তফাতে
স্বপ্ন হাঠছে উল্টো পথে ।
ব্যস্ত সন্তান মত্ত সদা
ভোগ-বিলাস আর নেশা সুদা।
পুঁথিগত বিদ্যা, দিয়েছি তা সত্যি
মানুষ হওয়ার শিক্ষা কি আদৌ দিয়েছি?