চোখ যেন তাঁর প্রেমের সাগর
মুখে মোহনী হাসি
দেহখানী যেন ঢেউয়ের সাগর
উথলিয়ে পড়ছে রাশি রাশি।
হাতে আবার প্রেমের বাঁশি
অমবস্বার সাধ্য কোথায়?
করবে মলিন পুর্ণিমার শশি?
পড়ে চোখ ঐ চোখে যখন
হৃদয় ভাসে প্রেম সাগরে
দুগ্ধতে ভাসিল যেমন মাখন ।
প্রেমের খেলা খেলতে হলে
প্রেমের শক্তি থাকতে হয়
আস্থা-বিশ্বাস, প্রেমে ভক্তি - রাখতে হয়।