এ মহীতে,
সহিতে পারি না কভু,
অযাচিত যাতনা,
কহিতে পারিনা কভু
দুখের মর্ম বেদনা ।
লাঘবিতে নারি
অশান্তির যাতনা ।
অনুতাপে ভরা আকুলিত হৃদয়,
এ যে বিধির বিধান
না যায় বর্ণনা ।
পিড়িত জনে কভু
লাঘবিতে নারে, মর্ম বেদনা ,
আলসে তবু বসিতে পারে না,
কর্ম তারি সাধনা ।
সে যে কল্পনা রাজ্যে প্রগতির পথে,
বেদনার অন্তরালে, বিবেক পাশরে
বাঁধিচে তারে, সাধিতে হৃদয় শান্তনা ।
সুখে দুঃখে স্থিত প্রজ্ঞ,
উল্লাশ উদ্যম মহাযজ্ঞ,
জাগে তারি অন্তরে
দিতে বেদনার অন্তিম যবনিকা ।