বসেছিলাম শেষ ট্রেন অবধি আমি
তুমিও হয়তো ছিলে, ভেবেছিলে আসব আমি
তোমার ষ্টেশনে তুমি, আমার ষ্টেশনে আমি।
মাঝখানে কতগুলো ট্রেন এল, গেল
ধরা হল না একটাও, অপেক্ষার প্রহর পেরলো।
ছ্লেবেলার ট্রেনগুলো ছিল বিদঘুটে রকমের বড়, শব্দ গমগমে
কুঠুরিগুলো গুনে করা শেষ যেত না, কখন ও এক দমে।
আর আজ মনে হয় খুব ছোট, নেই সেই শব্দটা
শেষ কুঠুরির পরও, আর কুঠুরি থাকত যদি একটা।
আরও যদি একটু সময় পেতে ভাবতে
......তবে তুমি কি তাতে উঠে পড়তে?