ধুত্তোরি ছাই, কবে তুই ফিরবি এবার বল
মানছি না আর, তোর নিছক কোনো ছল।।
ভাল্ লাগে কি সারাক্ষ্ন তোর, থাকতে আমায় ছেড়ে
মন কি টানে আমার তরে, সকাল, দুপুর, কিংবা যখন সূর্য্যি অস্তপাড়ে।।

জানতি ঠিক্ই তোকে ছাড়া, শ্লথ হবে মোর দিন
শোধ নিলি তাই দূরে গিয়ে, এমনি তুই হীন।।
পাথরতর হৃদয় যে তোর, গলবে কিসে ছাই
চুপসে গেছি আগের চেয়ে, দেখ্ না চেয়ে হায়।।

এমনি করে তোর ই মতো, আমিও যদি যাই চলে
রইবি কি মোর পথটি চেয়ে, সাঁঝের বেলা এলে।।
খুনসুটি ছাড়, হিংসেমী ছাড়, এবার ফিরে আয়
তোকে ছাড়া বিমর্ষ মন, মন তোকে যে চায়।।