নীরবতা বলে দেয়, আজও তোমায় ভূলিনি
ধুলোয় ভরা খাতা বলে দেয়, কতোদিন তোমায় নিয়ে লিখিনি।।
তৃষ্ণার্ত চোখ বলে দেয়, কতোদিন তোমায় দেখিনি
স্থবীর মন বলে দেয়, কতোদিন তোমায় নিয়ে ভাবিনি।।
নিদ্রাহীন রাত বলে দেয়, কতোদিন স্বপ্নে দেখিনি
শুন্য বুক বলে দেয়, কতোদিন এই বুকে মাথা রাখোনি।।
ক্লান্ত হাত বলে দেয়, কতোদিন তোমায় ছুয়ে দেখিনি
অলস সকাল বলে দেয়, কতোদিন সকাল টাকে আরও অলস করে দাওনি।।
কর্মচঞ্চল দুপুর বলে দেয়, কতোদিন কাজের ফাকে তোমার ফোন আসেনি
লাঞ্চ বক্স বলে দেয়, কতোদিন লাঞ্চবক্সে তোমার টুকরো চিঠি পাইনি
আরও সবাই কতো কি বলে দেয়, শুধু তুমি এসবের কিছুই মনে রাখোনি।।