ছেলেবেলায় বলতে শুনেছি দুষ্টুছেলে, এখন সবাই বলে নষ্ট।
শখ করে দেখলি না কেউ, কোথায় আমার কষ্ট।।
বুকের ঠিক এক পাশেতে ক্ষতটা অনেক স্পষ্ট, আমি এক স্বপ্নভ্রষ্ট।
রক্ত আমার শিরায় ছিল, তোমরা দিয়েছ মাথায় তুলে।
তবুও আমায় নষ্ট বল, একনিমেষে সেসব ভুলে।।
এখন আমায় আধার ঘিরে, তরল সর্বনাশ হাতে।
মাতাল তো; তাই দিবাস্বপ্ন দেখি, যদি একবার নিতে সাথে।।
চাইনে কিছু তোমার থেকে, চাইনে শুরু প্রথম থেকে।
শেষের দিকে যাচ্ছি আমি, যাচ্ছি দূরে জীবন থেকে।।