সেই পুরনো প্রান্তরে ফিরে এসেছি,
অনেক হেটেছি অনেক ছুটেছি।
                       ক্লান্ত এখন একটু বিশ্রাম চাই।।
যদিও বা এই ব্যস্ত জীবনে,
ছুটে চলাটাই স্বাভাবিক কারনে বা অকারনে।
                          তবুও সেই স্বাভাবিকতার বাধন
                           ছিড়ে এতটুকু হলেও একটু অবসর চাই।।