দিনটা যেন আজ খুব বিষাক্ত ছিল।
ভেবে ভেবে পাই না বিষ নামবে কিসে...?
কান দুটো ঠিক লাল আর গরম হয়ে আছে,

মাথাটা খুব ঝিম ঝিম করছে...প্যারাসিটামল ও শেষ।
এমন সময় মাথায় একটা ফন্দি এল বেশ।।

গীটার নিলাম হাতে, বিষ যদি নামে তাতে।

অনেকক্ষন তো হল; ক্লান্তি নেমে এল, কিচ্ছু হচ্ছে না ছাই,
মনটা খুলে অদৃষ্টেরে দুখান গালি দিলাম তাই।
জানলা খুলে, খানিক পরে বাহির পানে চায়।।

মনটা এখন শান্ত একটু, ছুয়েছে তাকে নীরবতা
কিছু যখন হচ্ছে না তাই, লিখছি বসে কবিতা।।