রক্তিম লাল সূর্যের দিকে তাকায়নি কভু,
চোখ হারাবো বলে।
একটু হলেও তোমার দিকে তাকায়নি কভু,
মন হারাবো বলে ।।
হঠাৎ সেদিন শেষ বিকালে,
আন-মনেতে চক্ষু মেলে
লালচে আলোয় লালচে তোমার মুখ ।।
দুষ্টুমিতে চোখ পড়ল সেথায়,
মন হারালাম বৃথাই
এখন কেবল সেটাই আমার দুখ্ ।।